বস্তায় আদা চাষ করে বছরে ১০ লাখ টাকা লাভ
আদা একটি মসলা জাতীয় ফসল। এবং আমরা এই আদা টি মসলা হিসেবে খেয়ে থাকি। বর্তমান
সময়ে আদা চাষ করে বছরে ১০ লক্ষ টাকা করে ইনকাম করছে চাষিরা। তবে চাইলে আপনারা
আদা চাষ করে বছরে ১০ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং খুবই খরচের মাধ্যমে ।
আদা চাষ করতে গেলে কি করা প্রয়োজন এবং আদা চাষ করার উপযুক্ত সময় কখন কিভাবে আদা
চাষ করতে হয় এ সকল বিস্তারিত তথ্য এই আর্টিকেলটিতে তুলে ধরব। তবে আপনারা চাইলে
বর্তমান সময়ে কম খরচে বস্তায় আদা চাষ করে বছরে লক্ষ টাকা লাভ করতে পারেন।
পোস্ট সূচীপত্রঃ বস্তায় আদা চাষ করে বছরে ১০ লাখ টাকা লাভ
বস্তায় আধা চাষ করে লাভ কেমন
বর্তমান সময়ে বস্তায় আদা চাষ করার পদ্ধতি সম্পর্কে অনেকে অনেক কিছু জানিনা। তবে
স্বল্প খরচে আদা চাষ করে বছরে প্রায় লাখ লাখ টাকা লাভবান হচ্ছে চাষিরা। এবং আদা
চাষ করার বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। তার ভিতরে আমরা স্বল্প খরচে বস্তায় আদা
চাষ করে লাভবান হচ্ছে অনেকে। এবং মাটিতে আদা চাষ করা তুলনায় বস্তায় আদা চাষ করা
অনেক লাভজনক। কারণ বস্তায় আদা চাষ করলে জমির প্রয়োজন হবে না। এবং বস্তায় আদা
চাষ করলে রোগ-বেলা কম হয় এবং আমরা চাইলেই যে কোন সময় বস্তা সরিয়ে ফেলতে পারি।
বর্তমান সময়ে মাটির চেয়ে বস্তায় আদা চাষ করলে এই তিনগুণ ফলন বেশি হয়। এবং
আমরা চাইলেই যেকোনো পরিত্যক্ত জায়গা অথবা আমাদের বসতবাড়ি চারিদিকে ফাঁকা
জায়গাগুলোতে আদা আদা চাষ করতে পারি। এবং লবণাক্ত এলাকা অথবা বাসা বাড়ির ছাদে
বস্তায় আদা চাষ করতে পারি। এবং আমাদের যদি কোন ফল বাগান থাকে তাহলে আমরা সেখানে
ছায়া যুক্ত স্থানে সহজে চাষ করতে পারব। এবং একই জায়গায় বারবার আদা চাষ করতে
পারবো। এবং প্রতি বস্তায় ২০-২৫ টাকা খরচ করলেই দুই থেকে তিন কেজি আদা পাওয়া
যায়। এজন্য বস্তায় আদা চাষ করে অনেক সুবিধা রয়েছে ও লাভজনক রয়েছে।
আদা চাষ করার উপযুক্ত সময় কখন জেনে নিন
বর্তমান সময়ে স্বল্প খরচে আমরা অনেকেই বিভিন্ন পদ্ধতিতে আদা চাষ করতে ইচ্ছুক।
এবং আমরা সঠিক নিয়মে আদা চাষ করতে জানি না এবং আদা চাষ করা উপযুক্ত সময় কখন
সেটা আমরা অনেকেই জানিনা। এবং বর্তমান সময়ে লাভজনক এই আধা চাষ করতে হলে আমাদের
কি অবশ্যই জানতে হবে আদা চাষ করার উপযুক্ত সময় কখন। বিস্তারিত জেনে নিন।
আদা চাষের উপযুক্ত সময় হলো বৈশাখ-জ্যৈষ্ঠ (এপ্রিল-মে )। এই সময় হল আদা চাষের
উপযুক্ত সময়। এবং আদা চাষ করতে হলে আমাদেরকে অবশ্যই আদা চাষের পদ্ধতি সম্পর্কে
বিস্তারিত জানতে হবে। আমরা যেখানে আদা চাষ করব সেখানে পানি নিষ্কাশনের ভালো
ব্যবস্থা থাকতে হবে এবং উঁচু ও মাঝারি জমি দেখে এবং জমিতে ৪-৬টি মই দিতে হবে। এবং
জমিতে চাষ করার সময় প্রথম চাষ গভীরভাবে দিতে হবে। এবং বিষ দমন করার সময় লাইন
থেকে লাইন ২০ ইঞ্চি এবং চারা থেকে ১০ ইঞ্চি মতো দূরে লাগাতে হবে।
আদা চাষ করার উপযুক্ত স্থান গুলো জেনে নিন
বর্তমান সময়ে আদা চাষ করে অনেক চাষী লাভবান। এবং স্বল্প খরচে আদা চাষ অনেকেই
করতে চাচ্ছে। তবে হাতা চাষ করার জন্য উপযুক্ত স্থান কোথায় এগুলো সম্পর্কে অনেকে
ধারণা নাই। এবং উপযুক্ত স্থান যেখানে আদা চাষ করতে হবে সেটা অবশ্যই জেনে নিতে
হবে। কারণ আদা চাষ করতে হলে উপযুক্ত স্থান নির্বাচন করা খুবই প্রয়োজন।
আদা চাষ করার উপযুক্ত স্থান হল উঁচু কোন জমি এবং সেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা
হবে। এবং আধা চাষ করার জন্য জমিতে ভালোভাবে চাষ করতে হবে ও মই দিতে হবে। এবং
জমিতে চাষ করার সময় গভীরতা করতে হবে সেটি প্রথম চাষের সময়। এবং আদা সবসময় উঁচু
জায়গাগুলোতে চাষ করতে হয়। কারণ উঁচু জায়গাগুলোতে আদা বেশি হয়। কারণ সেখানকার
মাটি উর্বরতা বেশি থাকে।
আদা কত দিনের ফসল এবং ফসল তোলার সময় জেনে নিন
বর্তমান সময়ে আধা চাষ এ বিষয়ে আমরা অনেকেই অবগত রয়েছে। স্বল্প খরচে আধা চাষ
করাটি হলো অনেক লাভজনক। এবং অনেকেই মাঠে জমিতে অথবা নিজের বাসা বাড়ির থাকা
জায়গা গুলোতে বস্তায় করে আদা চাষ করছে। এবং এখান থেকে অনেকেই সফল হচ্ছে এবং
বছরে লক্ষাধিক টাকা লাভবান হচ্ছেন। তবে আমরা হয়তো অনেকেই যারা নতুন আদা চাষ করতে
চাচ্ছে তারা অনেকেই জানে না আদা কতদিনে ফসল এবং তোলার সময়। চলুন তাহলে জেনে নিই।
আদা, সাধারণত ২৪০ দিনের ফসল অর্থাৎ ছয় মাসের ফসল। এবং ফসল লাগানোর সময় হলো
চৈত্র থেকে বৈশাখ (মধ্য-মার্চ থেকে মধ্য-এপ্রিল) মাসে লাগানো উপযুক্ত সময়। এবং
আদা তোলার সময় হলো অগ্রহায়ন থেকে পৌষ (মধ্য ডিসেম্বর থেকে মধ্য জানুয়ারি) মাসে
তোলার উপযোগী সময়। এবং আদা তোলার জন্য আমরা কোদাল দিয়ে খুঁড়ে আদা তুলব। এবং আদা
তোলার পর পরিষ্কার করে সংরক্ষণ করব। এবং আদা বপন থেকে অসস সংগ্রহ পর্যন্ত ২৪০-২৭০
দিন সময় লাগে।
বস্তায় আদা চাষে কি কি সার দিতে হয়
বস্তায় আদা চাষে কি কি সার দিতে হয় এ সম্পর্কে আমরা অনেকেই জানে না এবং অনেকে
জানতে ইচ্ছুক। চলুন তাহলে বিস্তারিত জেনে নেই বস্তায় আদা চাষ করার জন্য কি কি
সার দিতে হবে। বস্তায় আদা চাষ করার জন্য মাটির মিশ্রণ তৈরি করে নিতে হবে। এবং
প্রতি বস্তায় পরিমাণমতো মাটি , জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। এবং
মাটি মিশ্রণ করার সময় গোবর সার, কম্পোস্ট , জিংক , বরুন , ছাই , টিএসপি, এ সকল
কিছু একত্রে মিশিয়ে দিতে হবে।
এবং বালাইনাশক এর অর্ধেক এমওপি মিশ্রণ তৈরির সময় দিতে হবে। এবং চাহিদার মধ্যে
পরিমাণ আদা রোপনের ৫০ দিন পর এবং বাকি অর্ধেকগুলো ইউরিয়া ও এমওপি সমান ভাবে
পরিমাণ মতো দুইবার এবং দুই কিস্তিতে রোপনের যথাক্রমে ৮০ দিন ও ১০২ দিন পর বস্তায়
প্রয়োগ করতে হবে।
আদায় কোন রোগ লাগে এবং দমন ব্যবস্থাপনা
আমরা অনেকেই আদা চাষ করে থাকি । এবং আদা চাষ করার ইচ্ছা অনেকেরই রয়েছে কারণ
স্বল্প করেছে লক্ষাধিক টাকা লাভবান হওয়ার সম্ভাবনা। তবে আদা চাষ করার জন্য আদায়
কোন রোগ লাগে এ সম্পর্কে জেনে রাখা আমাদের প্রয়োজন। আদায় প্রধানত রাইজোম নামে
পচা রোগ দেখা দেয়। এবং এ রোগ যদি দেখা দেয় এবং আক্রান্ত হলে বরাবরের মতোই আদা
গাছের গোড়া পোঁচে যায় এবং গাছের পাতা হলুদ হয়ে যায়। এর ফলে আদা পোঁচে গিয়ে
দুর্গন্ধযুক্ত রস বের হয়।
দমন ব্যবস্থাপনা,
এ রোগের ব্যবস্থাপনা নিতে হয় তা হল-
১। প্রথমে আপনাকে রোগমুক্ত বীজ আদা বপন করতে হবে।
২। একই জমিতে বার বার আদা চাষ করা যাবে না।
৩। জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালোভাবে রাখতে হবে।
৪। প্রতি লিটার পানির সাথে তিন গ্রাম রিডোমিল গোল্ড মিশিয়ে মাটি ভিজিয়ে রাখতে
হবে।
৫। রোগাক্রান্ত গাছে ০.৩% রিডোমিল বা সিকিউর দ্বারা বর্ষার আগে এবং পরে একবার করে
আদা গাছের গোড়া ভিজিয়ে দিতে হবে।
বস্তায় আদা চাষে ফলন কেমন
বর্তমান সময়ে আদা চাষ করে অনেকেই অনেক লাভবান হচ্ছে। কারণ অল্প খরচে আধা চাষ
করলে সেটি তিন গুণ বেশি টাকা লাভ হবে। এজন্য নতুন ভাবে সকল চাষি এবং বেকার ঘরে
বসে থেকে বাসা বাড়িতে আদা চাষ করছে এবং এখান থেকে সফল হচ্ছে। অনেকের মনে প্রশ্ন
থেকে যায় বস্তায় আদা চাষে ফলন কেমন হয়। কারণ আদা চাষ জমিতে করে এবং উঁচু
জায়গা গুলোতে করে। এবং নতুন করে বস্তায় আদা চাষ করছে তাদের ফলন ভালোই হচ্ছে।
চলুন দেখেনি বিস্তারিত।বস্তায় আদা চাষ করলে সাধারণত প্রতি বস্তায় জাত ভেদে ২-৩
কেজি পর্যন্ত আদার ফলন পাওয়া যায়।
আদার বীজ সংরক্ষণ কিভাবে করে
আদার বীজ সংরক্ষণ করা সাধারণত ছায়াযুক্ত স্থানে এবং মাটির নিচে গর্ত বা পিঠ তৈরি
করে সংরক্ষণ করা হয়। অথবা আপনারা চাইলে গর্তের নিচে ১ ইঞ্চি পরিমাণে বাল ঢেলে
দিয়ে তার উপরে আদা রেখে তার উপর মাটি দিয়ে ঢেকে দিতে হবে। এতে করে আমাদের
সংরক্ষণ করতে পারব। এবং আদার বীজ শুকিয়ে ওজন কমার কোন সম্ভাবনা থাকবে না। ওজন
ঠিকঠাক থাকবে। আমরা চাইলে এভাবে সংরক্ষণ করে রাখতে পারি।
লেখকের মন্তব্য
বর্তমান সময়ে বস্তায় আদা চাষ করে বছরে ১০ লক্ষ টাকা পর্যন্ত লাভবান হচ্ছে
চাষিরা। তাই আপনি চাইলেও বাসাবাড়িতেই এবং চারপাশের ফাঁকা জায়গাতে বস্তায় আদা
চাষ করতে পারেন। অল্প খরচে আদা চাষ করে লক্ষাদিক টাকা লাভবান হতে পারবেন। এবং
আপনি যদি আদা চাষ করতে ইচ্ছুক হোন তাহলে এই আর্টিকেলটির দেয়া সকল তথ্য অনুযায়ী
চাষ করলে আপনি খুব সহজেই সফলতার মুখ দেখতে পারবেন। এ সকল তথ্য পাওয়ার জন্য
প্রতিদিন অডিয়েন্স আইটিতে ভিজিট করুন। অডিয়েন্স আইটি সবসময় নির্ভুল তথ্য দিয়ে
থাকে , ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url